চিকিৎসাসেবায় অনিয়ম, প্রতারণা ও নীতিমালা লঙ্ঘনের দায়ে যশোরে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়।
বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপী অভিযানে শহরের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার ও জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ৫০ হাজার টাকা করে, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভিন্ন অনিয়মের চিত্র:
সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রওশন আরা লিজা বলেন, “বিভিন্ন স্বাস্থ্যবিধি ও নীতিমালা লঙ্ঘনের কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।”
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মিহির দায়ান আমিন জানান, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
Leave a Reply