এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে বড় ধরনের পরিবর্তন এসেছে যশোর শিক্ষা বোর্ডে। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করা পরীক্ষার্থীদের মধ্যে ২১৫ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ফেল করা ৫৪ শিক্ষার্থী নতুন করে পাস করেছেন, আর ৭২ জন পেয়েছেন জিপিএ-৫। উল্লেখযোগ্যভাবে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন পূর্বে ফেল করেছিলেন।
রোববার (১৬ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০টি জেলা থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করে ৫৬ হাজার ৫০৯ জন।
বিজ্ঞান বিভাগে পাস করেন ১৫,৯৩১ জন,
মানবিক বিভাগে ৩৪,০০৩ জন,
বাণিজ্য বিভাগে ৬,৬৭৫ জন পরীক্ষার্থী।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে—
বিজ্ঞান বিভাগে ছেলে ১,৭৭২ ও মেয়ে ১,৬০৯,
মানবিকে ছেলে ৫৪৪ ও মেয়ে ১,৬৩৫,
বাণিজ্যে ছেলে ১৬৪ ও মেয়ে ২৭১ জন।
ফলাফলে অসন্তুষ্ট হয়ে মোট ২০,৩৯৫ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে ফল পরিবর্তন হওয়া ২১৫ জনের মধ্যে—
৫০ জন পেয়েছেন এ গ্রেড,
২৮ জন এ– মাইনাস,
৩৬ জন বি,
৮ জন সি,
২১ জন ডি গ্রেড।
যশোর বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবছরই পুনঃনিরীক্ষণে কিছু পরিবর্তন আসে, তবে এবার ফেল থেকে পাস হওয়া ৫৪ জন পরীক্ষার্থীর ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


