Tuesday, August 12, 2025
No menu items!
Homeশিক্ষামাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা

মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—দুর্ঘটনায় নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রদান, শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমানের ব্যবহার বন্ধ এবং প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

তবে দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসেই অবরুদ্ধ করে রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments