কারিগরি শিক্ষার মানোন্নয়নে দেশের সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই এ নতুন নিয়ম কার্যকর হতে পারে।
সোমবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
তিনি বলেন, “কারিগরি শিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে ভর্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রকৃত আগ্রহী ও প্রস্তুত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবে।”
বর্তমানে এসএসসি পাস করলেই পলিটেকনিকে সরাসরি ভর্তি হওয়া যায়। তবে এ ব্যবস্থায় অনেক সময় অপ্রস্তুত ও অনাগ্রহী শিক্ষার্থী ভর্তি হয়, যা পাঠদানের মান ও ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলে। ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের বাছাই করলে শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলেও মন্তব্য করেন তিনি।
নতুন নিয়ম অনুযায়ী, ভর্তির জন্য মোট ১০০ নম্বরের মূল্যায়ন হবে। এর মধ্যে ৭০ নম্বর থাকবে এমসিকিউ (MCQ) পরীক্ষায়, আর বাকি ৩০ নম্বর নির্ধারণ করা হবে একাডেমিক ফলাফলের ভিত্তিতে।
সচিব আশা প্রকাশ করেন, এ ব্যবস্থা কারিগরি শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।