যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী শাহেদ রেজাকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. শিমুল ইসলাম লিখিতভাবে শাহেদ রেজার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শাহেদ রেজা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় ব্যাপক অনিয়মে জড়িত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাসে অবৈধভাবে যাত্রী তুলে ভাড়া আদায় করতেন, রিজেন্ট বোর্ড কর্তৃক আরোপিত জরিমানা ও মুচলেকা প্রদান করেননি, বিল-ভাউচারে স্বচ্ছতা বজায় রাখেননি, এমনকি ভাউচার প্রদর্শন ছাড়াই বিল গ্রহণ করেছেন।
এছাড়াও, জ্বালানি চুরিতে সম্পৃক্ততা, সচল যন্ত্রাংশকে নষ্ট দেখিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
তদন্ত শেষে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া এবং চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন অনুসারে গ্রহণ করা হবে।
এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।