মাগুরার সেই শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ

বিটিআরসি লোগো © সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ফেসবুক ও টিকটকে থাকা ৯৭ শতাংশ ছবি এবং ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বর্তমানে, যেসব জায়গায় শিশুটির ছবি-ভিডিও অবশিষ্ট রয়েছে, সেগুলো শনাক্ত করে অপসারণের প্রক্রিয়া চলমান রয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, হাইকোর্টের নির্দেশের পরই ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া শিশুটির ছবি-ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। এ প্রক্রিয়ায় ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৯৫টি লিঙ্ক অপসারণ করা হয়েছে। বাকি লিঙ্কগুলোও দ্রুত অপসারণ করা হবে এবং নতুন লিঙ্ক শনাক্তের কাজ চলছে।

এদিকে, গত রোববার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী কর্তৃক নির্দেশিত হয় যে, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি ও ভিডিও প্রকাশ এবং প্রচার করা গণমাধ্যম ও ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়।

এছাড়া, হাইকোর্ট শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ প্রদান করে। এই নির্দেশ বাস্তবায়ন করতে বিটিআরসি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here