1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
যশোরে অজ্ঞান পার্টির হোতা আবু সাঈদ গ্রেফতার ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ আখ্যা স্পেনের প্রধানমন্ত্রীর, বাণিজ্য বন্ধের ডাক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে যশোরে ৪ ক্লিনিককে জরিমানা রাতের মধ্যে যশোরসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় যশোরে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির করুণ মৃত্যু বৈষম্যবিরোধী আন্দোলনের মুখোশে চাঁদাবাজি, আটক ৮ যশোরে খাদ্য নিরাপত্তা অভিযান, কাচ্চি ডাইন, আড্ডাখানাসহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা যশোরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণকালে বিশৃঙ্খলা, ভুয়া নামের অভিযোগ শিক্ষার্থীদের যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে আহত ১০ আওয়ামী লীগের সব অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক-ইউটিউবসহ, বন্ধে চিঠি প্রেরণ

আশ্রয় নিতে আসা মদনটাক পাখি জবাই করে মাংস ভাগাভাগি, নেতৃত্বে ইউপি সদস্য

  • আপডেটের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

বরগুনার বদরখালী ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে আহত একটি মদনটাক পাখি উদ্ধার করার পর স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে সেটিকে জবাই করে মাংস ভাগ করে নেওয়ার ঘটনা ঘটেছে। বিলুপ্তপ্রায় পাখিটি হত্যার পর উল্লাসে মেতে ওঠেন এলাকাবাসী।

আজ সোমবার (১০ মার্চ) সকালে সদরের বদরখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া হাই স্কুল সড়কের (কানার বাড়ি) পাশে এই ঘটনা ঘটে। পাখি উদ্ধারের খবর পেয়ে বন বিভাগ ও পরিবেশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটিকে কেটে ফেলা হয়।  

বন ও পরিবেশ কর্মী আরিফ রহমান জানান, নদীর পাড়ে ফসলি জমির পাশে আহত অবস্থায় আশ্রয় নেয় পাখিটি। স্থানীয় কয়েকজন শিশু প্রথমে পাখিটিকে দেখতে পেয়ে আব্বাস মিয়াকে খবর দেয়। এরপর ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্বাস মিয়া ও মনির খলিফা মিলে সেটিকে ধরে জবাই করে। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে মাংস ভাগ করে নেয়।  

তিনি বলেন, দুদিন আগেই বন্যপ্রাণী দিবস পালন হলো, অথচ আমরা আমাদের চারপাশের মানুষকে সচেতন করতে পারিনি। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে এই জঘন্য কাজ হয়েছে, এর দায় আমাদের সবার। এটা শুধু একটি পাখি হত্যার ঘটনা নয়, বরং প্রমাণ করে এখনো পেশাদার শিকারিরা পাখি নিধন চালিয়ে যাচ্ছে।

এই ঘটনার পর ইউপি সদস্য সাইফুল ইসলামসহ অভিযুক্তরা গাঢাকা দিয়েছেন। তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।  

বরগুনা সদরের বিট অফিসার জালাল আহমেদ খান বলেন, সড়ক পথ ভাঙা থাকায় আমাদের পৌঁছাতে সময় লেগেছে। তবে পৌঁছানোর আগেই পাখিটি জবাই করে মাংস ভাগ করে নেওয়া হয়েছে। আমরা তথ্য সংগ্রহ করছি এবং আলামত জব্দের চেষ্টা করছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews