বরগুনার বদরখালী ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে আহত একটি মদনটাক পাখি উদ্ধার করার পর স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে সেটিকে জবাই করে মাংস ভাগ করে নেওয়ার ঘটনা ঘটেছে। বিলুপ্তপ্রায় পাখিটি হত্যার পর উল্লাসে মেতে ওঠেন এলাকাবাসী।
আজ সোমবার (১০ মার্চ) সকালে সদরের বদরখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া হাই স্কুল সড়কের (কানার বাড়ি) পাশে এই ঘটনা ঘটে। পাখি উদ্ধারের খবর পেয়ে বন বিভাগ ও পরিবেশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটিকে কেটে ফেলা হয়।
বন ও পরিবেশ কর্মী আরিফ রহমান জানান, নদীর পাড়ে ফসলি জমির পাশে আহত অবস্থায় আশ্রয় নেয় পাখিটি। স্থানীয় কয়েকজন শিশু প্রথমে পাখিটিকে দেখতে পেয়ে আব্বাস মিয়াকে খবর দেয়। এরপর ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্বাস মিয়া ও মনির খলিফা মিলে সেটিকে ধরে জবাই করে। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে মাংস ভাগ করে নেয়।
তিনি বলেন, দুদিন আগেই বন্যপ্রাণী দিবস পালন হলো, অথচ আমরা আমাদের চারপাশের মানুষকে সচেতন করতে পারিনি। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে এই জঘন্য কাজ হয়েছে, এর দায় আমাদের সবার। এটা শুধু একটি পাখি হত্যার ঘটনা নয়, বরং প্রমাণ করে এখনো পেশাদার শিকারিরা পাখি নিধন চালিয়ে যাচ্ছে।
এই ঘটনার পর ইউপি সদস্য সাইফুল ইসলামসহ অভিযুক্তরা গাঢাকা দিয়েছেন। তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
বরগুনা সদরের বিট অফিসার জালাল আহমেদ খান বলেন, সড়ক পথ ভাঙা থাকায় আমাদের পৌঁছাতে সময় লেগেছে। তবে পৌঁছানোর আগেই পাখিটি জবাই করে মাংস ভাগ করে নেওয়া হয়েছে। আমরা তথ্য সংগ্রহ করছি এবং আলামত জব্দের চেষ্টা করছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply