যশোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ২ কোটি ১১ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মুরাদগড় বাস স্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহের পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
বিজিবি জানায়, চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের চেষ্টা চলছে—এমন গোপন খবর পেয়ে যশোর ৪৯ বিজিবির একটি দল মুরাদগড় এলাকায় অবস্থান নেয়। পরে দুই সন্দেহভাজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করেন এবং সেগুলো চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
জব্দ করা স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৪ গ্রাম, যার বাজার মূল্য প্রায় দুই কোটি ১১ লাখ টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোরে দুই পাচারকারী আটক: প্যান্টের পকেটে মিলল ২ কোটি টাকার স্বর্ণ
RELATED ARTICLES


