চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার (১১ নভেম্বর) সব থানায় দায়িত্বরত ও সকল পুলিশ সদস্যকে বেতার (ওয়্যারলেস) বার্তায় নির্দেশ দিয়েছেন — যে কাউকে অস্ত্রধারী অবস্থায় দেখলেই তৎক্ষণাৎ গুলি (ব্রাশফায়ার) করে জানানমৃত্যু নিশ্চিত করার নির্দেশ তিনি দিয়েছেন। তিনি বলেন, এটা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
কমিশনার নিজে নির্দেশনার কথা স্বীকার করে জানান, তিনি তার সদস্যদের এ ধরনের কঠোর নির্দেশনা দিয়েছেন। কমিশনার বলেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্টে চট্টগ্রাম শহরের বিভিন্ন থানার পুলিশ সদর দফতর থেকে অস্ত্র লুট হওয়ার ঘটনায় অনেকগুলি অস্ত্র বাইরে চলে গিয়েছে। সেইসব অস্ত্র কোথায় গিয়ে পৌঁছেছে বা অপরাধে ব্যবহৃত হচ্ছে কি না—এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
কমিশনার আরও বলেন, সম্প্রতি নির্বাচনি গণসংযোগকালে ঘটে যাওয়া গোলাবর্ষণের ঘটনায় যে অটোমেটিক পিস্তল ব্যবহৃত হয়েছে, সেটিও পুলিশেরই হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি অস্ত্র উদ্ধার করা যেত, তাহলে সেটি যাচাই করা যেত। এই প্রেক্ষাপটে তিনি বলেন, যারা হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে আসে বা ব্যবহার করবে তাদেরকে গুলি করে মেরে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এ সংক্রান্ত বিধান দণ্ডবিধির ৭৫, ৭৬ এবং ৯৬-১০৬ ধারায় উল্লেখ আছে।
উল্লেখ্য, গত আগস্টেও সিএমপি কমিশনার একই রকম বেতার বার্তার মাধ্যমে সতর্ক করেছিলেন: কোনো টহল দলের সামনে বা অভিযানের সময় কেউ যদি হঠাৎ অস্ত্র বের করে, তখন আত্মরক্ষার উদ্যোগে তৎক্ষণাত গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।


