বুধবার (২৮ অক্টোবর) ভোরে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আতাউর রহমান দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের গোপন তথ্য পেয়ে বিজিবি সদস্যরা টহল জোরদার করে। পরে আতাউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গোলার ভেতর লুকানো একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাকে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন,
“আটক আতাউর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,
“চোরাচালান দমনে সীমান্তবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি। বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ আতাউর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আতাউর রহমান দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের গোপন তথ্য পেয়ে বিজিবি সদস্যরা টহল জোরদার করে। পরে আতাউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গোলার ভেতর লুকানো একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাকে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন,
“আটক আতাউর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “চোরাচালান দমনে সীমান্তবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি। বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”


