যশোরে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তির নাম মো. মহিবুর রহমান রিমন (৩১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাছিজিদ্দা কুমিরা এলাকার মো. শাহ আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালানো হয়। এ সময় যশোর-কোটচাঁদপুর-মাগুরা মহাসড়কের ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের এক যাত্রীকে তল্লাশি করা হয়।
তল্লাশিতে মহিবুর রহমান রিমনের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
এই ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মহিবুর রহমান রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।