রুদ্রপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪২ পুরিয়া হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে শার্শা থানা বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের রুদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়ারুল ইসলাম ওরফে জিয়া (৪৫)-কে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শা থানার এসআই (নিঃ) গোরাচাঁদ দাশ।
গ্রেপ্তার জিয়ারুল ইসলাম রুদ্রপুর (পূর্বপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতা মো. আব্দুল আজিজ মোড়ল ও মাতা মোছা. ফুলসুরাত খাতুন।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় শার্শা থানায় মামলা (নং-১৫, তাং-০৮/১০/২০২৫) রুজু করা হয়েছে। পরদিন (৯ অক্টোবর) গ্রেপ্তার জিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শার্শায় ৪২ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১
RELATED ARTICLES