ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়িয়ে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মো. সৌরভ মাহামুদুল (২৬) নামের এক যুবককে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনা ও তদন্ত
গত ১৬ মে ২০২৫, সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানার আড়পাড়া এলাকার বাসিন্দা মো. সোহাগ হোসেন বিপ্লব (৩৪) দেখতে পান, একটি ফেসবুক আইডি থেকে তার স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী এবং শ্যালিকার পর্নো ছবি ও ভিডিও মেসেঞ্জারে ছড়ানো হচ্ছে।
অজ্ঞাত ব্যক্তি গোপনে এসব ছবি-ভিডিও সংগ্রহ করে তা এডিট করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ছড়িয়ে দেয় এবং একপর্যায়ে মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই আইডি থেকে আরও পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পুলিশি অভিযান ও গ্রেপ্তার
ঘটনার গুরুত্ব বিবেচনায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই দেবব্রত ঘোষ ও এসআই শিবু মণ্ডলসহ একটি দল ২১ মে বিকেল ৪টা ৩০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জ থানার ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক এলাকা থেকে সৌরভ মাহামুদুলকে গ্রেপ্তার করে।
স্বীকারোক্তি ও আলামত উদ্ধার
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ স্বীকার করে, তিনিই ফেসবুক আইডিটি ব্যবহার করে পর্নো কনটেন্ট ছড়ান এবং ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে টাকা দাবি করেন।
তার কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পরবর্তীতে সৌরভ মাহামুদুলকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতের পরিচয়
- নাম: মো. সৌরভ মাহামুদুল
- বয়স: ২৬ বছর
- পিতা: আব্দুল গণি
- ঠিকানা: পাতানিশ, হাজিগঞ্জ, চাঁদপুর
- উদ্ধার: একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
/এআই/