৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দাদা আটক

আটক দাদা সুভাষ কুমার চাকমা © সংগৃহীত

রাঙামাটি জেলা শহরের ভেদভেদী এলাকায় ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আপন দাদার (দাদু) বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির মা। এ ঘটনায় অভিযুক্ত দাদু সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে’কে আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করেছে পুলিশ। 

ভুক্তভোগী শিশুর মা জানান, গত রবিবার রাতে ভুক্তভোগী শিশুটি তার দাদা (দাদু) এবং দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। পরদিন সোমবার সকালে তার দাদি আমার মেয়ে এবং মেয়ের দাদুকে বিছানায় রেখে কাজে বের হয়। সকাল ৭টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শুনে আমি দেখতে গেলে আমার মেয়েটি বিছানা থেকে উঠে আসে এবং আমাকে বলে তার দাদু তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছে। আমি এ ঘটনার প্রতিবাদ করলে আমার শ্বশুর আমার সঙ্গে খারাপ মন্তব্য করে। একপর্যায়ে আমাদের হাতাহাতির মতো অবস্থা হয়। 

ভুক্তভোগী শিশুর মা আরও বলেন, ‘দুপুরে মেয়ে প্রস্রাব করার পর জ্বালাপোড়ার কারণে কান্না করতে থাকে। শরীরে জ্বর আসে। এটি না কমায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করি।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, ‘যৌন হয়রানির শিকার হয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here