Thursday, January 15, 2026
No menu items!
Homeসারাদেশসীমান্ত আইন লঙ্ঘন: দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

সীমান্ত আইন লঙ্ঘন: দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ বলে জানা গেছে।

রোববার (২১ ডিসেম্বর) দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে সীমান্ত আইন লঙ্ঘনের সময় তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আঙ্গরপোতা বিওপির টহলরত একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে ঘিরে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ ভারতীয় গরু ধাওয়া করতে গিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় দহগ্রাম–আঙ্গরপোতা বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা অস্ত্রসহ বিএসএফ সদস্য আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দহগ্রাম ভারতবেষ্টিত এলাকা হওয়ায় বিএসএফের উস্কানিমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই চলছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি সীমান্তে বিএসএফের বাড়াবাড়ি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে ৫১ বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও দহগ্রাম–আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments