Thursday, January 15, 2026
No menu items!
Homeসারাদেশগাজীপুরে ভয়াবহ আগুন: মুহূর্তে ১০০ ঘর ছাই

গাজীপুরে ভয়াবহ আগুন: মুহূর্তে ১০০ ঘর ছাই

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি টিনসেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রুমেল পাঠানের মালিকানাধীন কলোনির প্রায় ১০০টি রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এ অগ্নিকাণ্ডে কয়েক মিনিটের মধ্যেই শতাধিক ভাড়াটিয়ার সবকিছু ভস্মীভূত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটার দিকে কলোনির একটি রুম থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত শিখা বাড়তে থাকায় মুহূর্তেই আগুন পাশের রুমগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যোগ দিলে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়ির মালিক রুমেল পাঠান জানান,
“কলোনির ১০০টি রুমের একটি জিনিসও রক্ষা করা যায়নি। সবকিছুই পুড়ে ছাই।”

আগুনে সর্বস্বান্ত ভাড়াটিয়ারা হতাশা প্রকাশ করেন। পোশাক শ্রমিক শাহ আলম বলেন,
“অফিস থেকে জানতে পারলাম বাসায় আগুন লেগেছে। এসে দেখি কিছুই অবশিষ্ট নেই। পরনের কাপড়টাই শুধু আছে।”

আরেক ভাড়াটিয়া রহিমা বেগম জানান,
“কয়েকদিন আগে বেতন পেয়েছি। সব টাকা রুমেই ছিল। রাতদিন ডিউটি করে জমানো টাকা এক মুহূর্তে শেষ।”

স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা বলেন,
“আমরা আগুন নেভানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আগুন এত ভয়াবহ ছিল যে কিছুই করতে পারিনি।”

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, দ্রুত চারটি ইউনিট কাজ করায় বড় কোনো প্রাণহানি হয়নি। তবে আগুনে কলোনির ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শতাধিক পরিবার এখন নিঃস্ব ও গৃহহীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments