রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে আটক করা হয়।
তবে কোন কোন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বা তারা কোন স্তরের নেতা—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবির এই কর্মকর্তা বলেন, “অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”


