মুফতি আমির হামজার অনুসারীদের হাতে হেনস্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা ও মসজিদের সভাপতি শাজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) আসরের নামাজ শেষে এ ঘটনা ঘটে।
🔹 ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য
ঘটনার একটি ৩ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামী বক্তা মুফতি আমির হামজা ধর্মীয় বক্তব্য দিচ্ছিলেন।
এসময় শাজাহান আলী হান্নান উঠে বলেন,
> “হুজুর, ধর্মীয় আলোচনা করুন, কিন্তু রাজনৈতিক বক্তব্য দেবেন না।”
এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিদের একটি অংশ উত্তেজিত হয়ে তার দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন।
🔹 ‘আমি শুধু দায়িত্ব পালন করেছি’ — শাজাহান আলী হান্নান
লাঞ্ছিত বিএনপি নেতা শাজাহান আলী হান্নান বলেন,
> “আমি মসজিদের সভাপতি। আমির হামজা মসজিদে আসবেন—এ কথা কেউ আমাকে জানায়নি।
নামাজ শেষে তিনি বক্তব্য দিলে আমি শুধু রাজনৈতিক কথা না বলার অনুরোধ করি।
কিন্তু কয়েকজন ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়।”
তিনি আরও দাবি করেন,
> “মসজিদের ভেতরে থাকা অধিকাংশই অপরিচিত মুখ। অনেকেই জামায়াত ঘরানার।”
🔹 ‘এ আচরণ অগ্রহণযোগ্য’ — ইউনিয়ন বিএনপি
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আনিসুর রহমান বলেন,
> “হান্নান ভাই নিজেই মসজিদের সভাপতি।
তার সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য ও প্রতিহিংসামূলক।
মসজিদে ধর্মীয় আলোচনা হবে, রাজনৈতিক নয়।”
🔹 আমির হামজার নীরবতা ও দুঃখপ্রকাশ
ঘটনার পর মুফতি আমির হামজা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন হান্নান।
তবে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য দেননি।
🔹 জামায়াতের সংশ্লিষ্টতা অস্বীকার
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন,
> “আমি ঘটনাটি সম্পর্কে কিছুই জানি না।”
🔹 বিএনপির জেলা নেতৃত্ব বলছে—‘পর্যবেক্ষণ চলছে’
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,
> “মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করা অপরাধ নয়।
বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দল এখনই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে না।”
🔹 নির্বাচনের প্রার্থী আমির হামজা
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


