২৮ নভেম্বর আগারগাঁওয়ে অনুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্ট ইসলামী বক্তা
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে’ — আয়োজকরা
ইভেন্টটির আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২৮ নভেম্বর ড. জাকির নায়েক ঢাকায় পৌঁছাবেন।
রাজ বলেন,
“ড. নায়েক তার নিজস্ব একটি অনুষ্ঠানে অংশ নেবেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও এলাকায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
২০ অক্টোবরের পর জানানো হবে বিস্তারিত
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য, সময় ও নিবন্ধন প্রক্রিয়া আগামী ২০ অক্টোবরের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।
বাংলাদেশে এটি হবে তার প্রথম সফর
ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ড. জাকির নায়েক বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী বিষয়ভিত্তিক বক্তব্যের জন্য পরিচিত। তিনি ‘পিস টিভি’-এর প্রতিষ্ঠাতা এবং ইসলামী দাওয়াতের বিশ্বব্যাপী মুখপাত্র হিসেবে খ্যাত।
বাংলাদেশে তার এটি হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক সফর।
ইভেন্ট ঘিরে মুসলিম তরুণদের আগ্রহ
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ড. জাকির নায়েকের আগমন নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তরুণদের মধ্যে এ সফরকে কেন্দ্র করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।