হাতীবান্ধায় বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের হাতে ফুল দিয়ে যোগদান
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ৫ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
হাসান রাজীব প্রধানের হাতে ফুল দিয়ে বরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের মনোনীত প্রার্থী হাসান রাজীব প্রধান।
তিনি ফুল দিয়ে নতুন যোগদানকারীদের দলে বরণ করে নেন এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেন।
‘হামলা-মামলার পরেও পিছিয়ে যাইনি’ — শিক্ষার্থী আবির
ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থী আবির আহমেদ বলেন,
“বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। সেই সময় হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু পিছিয়ে যাইনি। এখন আমরা সংগঠিতভাবে পরিবর্তনের পথে এগোতে চাই।”
স্থানীয় নেতাদের উপস্থিতিতে উৎসবমুখর অনুষ্ঠান
অনুষ্ঠানে বিএনপির হাতীবান্ধা উপজেলা আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান স্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ; নতুন সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দলের পতাকা ও প্রতীকী ব্যাজ।
তরুণদের যোগদান ছাত্রদলে আনবে নতুন গতি
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উঠে আসা এই তরুণরা ছাত্রদলের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।
তাদের মতে, “এই যোগদানের মাধ্যমে তরুণ প্রজন্ম বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তি যোগাবে।”