চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার যুবক নেছার পাটোয়ারী (৩২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৬টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৮ মাস আগে ক্যান্সারে মারা যান মা
এর আগে মাত্র ৮ মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে নেছারের মা মাহফুজা বেগম মৃত্যুবরণ করেন। পরপর মা ও ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দীর্ঘদিন নারায়ণগঞ্জে ছিলেন নেছার
নেছার নারায়ণপুর এলাকার ইউসুফ পাটোয়ারীর মেঝো সন্তান। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন পরিবারের মূল ভরসা। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন এবং সেখানেই বসবাস করতেন।
বিআরবি থেকে ঢাকা মেডিকেলে, তারপর মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সাতদিন ধরে নেছার ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। প্রথমে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মায়ের পাশে চিরনিদ্রায় নেছার
মৃত্যুর খবর শুনে পরিবার ও স্বজনদের কান্নায় ভেঙে পড়ে নারায়ণপুর গ্রাম। দুপুরে নেছারের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বাদ যোহর জানাজা শেষে তাকে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
পিতার আর্তনাদ: “এক সপ্তাহেই ছেলেকে হারালাম”
শোকার্ত পিতা ইউসুফ পাটোয়ারী বলেন, “গত সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয় নেছার। আশা ছিল, সেরে উঠবে। কিন্তু শনিবার রাতে অবস্থার অবনতি হয়, তারপর আর ফিরে এল না আমার ছেলে।”
এলাকাজুড়ে শোকের ছায়া
নেছার ও তার মায়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা বলছেন, এমন করুণ মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে আছে।