নিকেতন এলাকা থেকে ডিবির অভিযান
রাজধানী ঢাকার নিকেতন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৫ অক্টোবর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
ডিএমপি’র নিশ্চিতকরণ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রোববার রাজধানীর নিকেতন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”
একাধিক মামলার আসামি মোজাম্মেল হক
সূত্রে জানা গেছে, সাবেক এমপি বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক কার্যক্রম ও অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।
পটভূমি
বি এম মোজাম্মেল হক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য। সম্প্রতি তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়, এরপর থেকেই তিনি নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।
আরও বিস্তারিত জানানো হবে পরবর্তী প্রতিবেদনে।