Tuesday, October 14, 2025
No menu items!
Homeসারাদেশমাগুরায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মাগুরায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ভাবনহাটি ঢালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
চাকা নষ্ট হয়ে সংঘর্ষ, হাসপাতালে নারী-শিশুসহ বহুজন

মাগুরা-যশোর মহাসড়কে তেলবাহী ট্রাক ও এসপি গোল্ডেন লাইনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দীনবন্ধু বিশ্বাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের ভাবনহাটি ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দীনবন্ধুর মৃত্যু, আহতদের হাসপাতালে ভর্তি

নিহত দীনবন্ধু বিশ্বাসের বাড়ি যশোরের বারোবাজার এলাকায়। দুর্ঘটনায় আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই মাহাবুবুর রহমান বলেন, “সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইনের বাসটি ভাবনহাটি ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।”

চিকিৎসকের ভাষ্যে: ফরিদপুরে নেওয়ার পর মৃত্যু

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, “আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। দীনবন্ধু বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

দুর্ঘটনায় যান চলাচল বিঘ্ন

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মাগুরা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments