জুলাই গণহত্যা হত্যা মামলায় অবশেষে গ্রেফতার হলেন বহুল আলোচিত ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর এবং অনলাইন টেলিভিশন ‘মাই টিভি’র সিইও তৌহিদ আফ্রিদি।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহরের একটি বাসা থেকে সিআইডি স্পেশাল টিম তাকে আটক করে। গ্রেফতারের সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিআইডির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জুলাই গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামিদের তালিকায় তৌহিদ আফ্রিদির নাম দীর্ঘদিন ধরেই ছিল। ঘটনার সঙ্গে তার সরাসরি জড়িত থাকার অভিযোগে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
তৌহিদ আফ্রিদি দীর্ঘদিন ধরে ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। পাশাপাশি তিনি অনলাইনভিত্তিক চ্যানেল ‘মাই টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযুক্তকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে বলে জানিয়েছে সিআইডি। মামলার তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এই গ্রেফতার মামলার অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।