চুয়াডাঙ্গায় বছরের পর বছর ধরে এক ও দুই টাকার কয়েন বা ধাতব মুদ্রা লেনদেন বন্ধ হয়ে আছে। ক্রেতা-বিক্রেতা এমনকি ভিক্ষুকও নিতে চান না এই সরকারি মুদ্রা।
📢 জেলা প্রশাসনের হুঁশিয়ারি
জেলা প্রশাসনের নতুন নির্দেশনা— সরকার অনুমোদিত কয়েন গ্রহণে কেউ অনীহা দেখালেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
🛑 বাজারে কয়েন যুদ্ধের ইতিহাস
হাটবাজারে কয়েন দেখলেই ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্ক-বিতর্ক লেগে যেত। ফলে ব্যবসায়ীদের কাছে হাজার হাজার টাকার কয়েন জমে থাকত অকেজো অবস্থায়।
💬 ক্যাব সভাপতির মন্তব্য
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর বলেন—
“এটা আইনত অপরাধ। কেউ কয়েন নিতে অস্বীকৃতি জানালে থানায় বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিন।”
⚖️ ভোক্তা অধিকার অধিদপ্তরের প্রস্তুতি
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, নির্দেশনা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।