Saturday, August 16, 2025
No menu items!
Homeসারাদেশআপসহীন নেত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন, শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন

আপসহীন নেত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন, শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন

১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮১ বছরে পা দিচ্ছেন। দলের পক্ষ থেকে এ বছরও জন্মদিনে কেক কাটা বা আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দিনাজপুরে জন্ম, ফেনীতে পৈতৃক নিবাস

১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। বাবা এস্কান্দার মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদারের ছয় সন্তানের মধ্যে তিনি চতুর্থ। শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।

সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে

১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুই পুত্র— তারেক রহমান (জন্ম ২০ নভেম্বর ১৯৬৫) ও আরাফাত রহমান কোকো (জন্ম ১২ আগস্ট ১৯৬৯)।

রাজনীতিতে প্রবেশ

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি দলটির প্রাথমিক সদস্য হন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী

স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন— ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে। ১৯৯৩ সালে সার্কের প্রথম নারী চেয়ারপারসন হওয়ার গৌরব অর্জন করেন।

ওয়ান-ইলেভেন ও কারাবাস

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন এবং ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাবন্দি থাকেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। করোনাকালে ২০২০ সালের ২৫ মার্চ সরকার তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়।

সাম্প্রতিক পরিস্থিতি

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করেন। বর্তমানে তিনি রাজধানীর গুলশানের বাসায় রয়েছেন।

দেশব্যাপী দোয়া মাহফিলের আহ্বান

জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments