Tuesday, August 12, 2025
No menu items!
Homeসারাদেশমুজিব পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবারে বণ্টনের দাবি ডিএফডি চেয়ারম্যানের

মুজিব পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবারে বণ্টনের দাবি ডিএফডি চেয়ারম্যানের

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারে বণ্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর দক্ষিণখানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “শহীদ নাফিজসহ সকল তরুণ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই রক্ত বৃথা যাবে না।”

তিনি আরও বলেন, “জুলাই ও আগস্টের সহিংসতার ঘটনায় যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।”

ডিএফডির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সঙ্গে ছিলেন ঢাকা কলেজ, বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. ইসমাইল মজুমদার ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। শহীদ পরিবারগুলোর সমন্বয়ে গঠিত সংগঠনের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে।”

এ ছাড়া উপস্থিত ছিলেন ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী কমিশনার মো. নাসিম এ গুলশান, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাইফুর রহমান মির্জা এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments