পাবনার চাটমোহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সাংসারিক কলহ ও রাগের বশে নিজের পাঁচ মাস বয়সী কন্যাসন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মা শ্রাবন্তী মন্ডলকে (১৫ বছর ৫ মাস ২২ দিন)। চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এএসপি (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার জানিয়েছেন, রোববার (১লা জুন) শ্রাবন্তী মন্ডল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
সোমবার (২ জুন) চাটমোহর থানায় এক সাংবাদিক সম্মেলনে এএসপি আরজুমা আক্তার এই তথ্য জানান।
তিনি আরও জানান, গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়ার কমল মন্ডলের স্ত্রী শ্রাবন্তী মন্ডল পারিবারিক অশান্তি, শিশু সোহাগীর কান্নাকাটি ও ঘুমাতে না পারার বিরক্তি এবং শ্বাশুড়ির বকাঝকার জেরে শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার পর ঘুমন্ত শিশু সোহাগীকে বাড়ির পাশের বড়াল নদীতে ফেলে দেয়। পরবর্তীতে সোহাগীর লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।
আদালত সূত্রে জানা গেছে, শ্রাবন্তী মন্ডল অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু শোধনাগারে পাঠানো হবে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় রোববার থানায় একটি হত্যা মামলা (নং ১৭, ধারা ৩০২/২০১/৩৪) দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করতে এবং আসামিকে গ্রেপ্তার করতে মাত্র ৫ ঘণ্টা সময় নিয়েছে।
এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং পারিবারিক কলহের ভয়াবহ পরিণতি আবারও সামনে এনেছে।