অপসাংবাদিকতা রোধে সাংবাদিকতার সনদের জন্য আইনি উদ্যোগের কথা জানালেন বিচারপতি হাকিম
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতা হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ। দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত থেকে সংবাদ পরিবেশনই একজন গণমাধ্যমকর্মীর দায়িত্ব। ব্যক্তিগত মতামত বা পক্ষপাত গণমাধ্যমের গ্রহণযোগ্যতা নষ্ট করে দেয়।
শনিবার যশোর সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকতা পেশায় প্রবেশে সনদ বাধ্যতামূলক করতে আইনের উদ্যোগ
বিচারপতি হাকিম বলেন, “অপসাংবাদিকতা বন্ধে সাংবাদিকদের জন্য যোগ্যতা যাচাই করে সনদ প্রদানের একটি আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রেস কাউন্সিল যেন সাংবাদিকতার নীতিমালার ব্যত্যয় হলে স্বপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারে, সেই ক্ষমতাও আইনে যুক্ত করা হবে।”
তিনি বলেন, “গণমাধ্যমকে যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে আগে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে।”
ভুল হলে দুঃখ প্রকাশ জরুরি
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, “সংবাদে ভুলভ্রান্তি হলে তা স্বীকার করে সংশোধনের পাশাপাশি দুঃখ প্রকাশ করতে হবে। এতে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়ে এবং সংক্ষুব্ধ ব্যক্তিরাও সন্তুষ্ট হন। এটাই একটি দায়িত্বশীল গণমাধ্যমের পরিচয়।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা
কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আবদুস সবুর, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এবং যশোরের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল ইসলাম।
প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সঙ্গে যুক্ত যশোর জেলার সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন।
যশোর টাইমস//এআই