চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১১ কেজি গাঁজাসহ চাঁদনী বেগম নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। অভিযানের সময় তার স্বামী ও সহযোগী হাবিবুর রহমান হবু পালিয়ে যায়।
বুধবার (২১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএনসি কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। সেখান থেকেই বিপুল পরিমাণ গাঁজাসহ চাঁদনী বেগমকে আটক করা হয়।
ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃত চাঁদনী বেগম ও তার স্বামী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রশাসনের নজর এড়াতে তারা বারবার ঠিকানা বদল করে ভাড়া বাসা ব্যবহার করতেন।
অভিযান শেষে ভাড়া বাসা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদনী বেগম স্বামী-স্ত্রী মিলে গাঁজা কারবারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পলাতক হাবিবুর রহমান হবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।