মাদারগঞ্জ, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে একটি সমবায় সমিতির দোকান থেকে মালামাল সরানোর সময় জামায়াতে ইসলামীর এক নেতা ও তার এক সহযোগীকে স্থানীয়রা আটক করে। শনিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে জনতা অপমান করে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আটক ব্যক্তিদের একজন জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর মোকাদ্দেস হোসেন। অন্যজন তার সহযোগী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আল আকাবা সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোশাকের দোকান থেকে গভীর রাতে কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাহকরা দোকানে গিয়ে তাদের মালসহ আটক করে।
গ্রাহক রকিবুল ইসলাম আ. রহিম জানান, মাল সরানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা তাদের আটকে রাখেন। মোকাদ্দেস হোসেন দাবি করেন, দোকানটিতে তার অংশীদারিত্ব রয়েছে।
সমিতির আরেক গ্রাহক আজাহারুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৭০০ কোটি টাকা আমানত সংগ্রহ করে। এরপর হঠাৎ করে অফিস বন্ধ করে কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। গ্রাহকরা দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, আটক দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াত নেতাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।