1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ আখ্যা স্পেনের প্রধানমন্ত্রীর, বাণিজ্য বন্ধের ডাক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে যশোরে ৪ ক্লিনিককে জরিমানা রাতের মধ্যে যশোরসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় যশোরে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির করুণ মৃত্যু বৈষম্যবিরোধী আন্দোলনের মুখোশে চাঁদাবাজি, আটক ৮ যশোরে খাদ্য নিরাপত্তা অভিযান, কাচ্চি ডাইন, আড্ডাখানাসহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা যশোরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণকালে বিশৃঙ্খলা, ভুয়া নামের অভিযোগ শিক্ষার্থীদের যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে আহত ১০ আওয়ামী লীগের সব অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক-ইউটিউবসহ, বন্ধে চিঠি প্রেরণ এনবিআর ভাঙার প্রতিবাদে বেনাপোলে পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির

বৈষম্যবিরোধী আন্দোলনের মুখোশে চাঁদাবাজি, আটক ৮

  • আপডেটের সময়ঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

খুলনায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে আট যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাতে নগরীর খালিশপুর বাস্তুহারা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নগর যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে আরও কয়েকজন যুবকসহ বাস্তুহারা কলোনীর ২ নম্বর রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করে। তারা বাপ্পিকে “পতিত সরকারের দোসর” আখ্যা দিয়ে ৩ লাখ টাকা দাবি করে এবং হুমকি দেয়, টাকা না দিলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির সামনে উচ্চস্বরে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাটি শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে অভিযুক্তদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও রায়হানসহ আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সোবহান বলেন, “বাস্তুহারা কলোনীতে গণ্ডগোলের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটজনকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রায়হান ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দিলেও স্থানীয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেউ তাকে চিনতে পারেননি।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে প্রাথমিকভাবে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews