খুলনায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে আট যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাতে নগরীর খালিশপুর বাস্তুহারা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নগর যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে আরও কয়েকজন যুবকসহ বাস্তুহারা কলোনীর ২ নম্বর রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করে। তারা বাপ্পিকে “পতিত সরকারের দোসর” আখ্যা দিয়ে ৩ লাখ টাকা দাবি করে এবং হুমকি দেয়, টাকা না দিলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির সামনে উচ্চস্বরে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাটি শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে অভিযুক্তদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও রায়হানসহ আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সোবহান বলেন, “বাস্তুহারা কলোনীতে গণ্ডগোলের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটজনকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রায়হান ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দিলেও স্থানীয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেউ তাকে চিনতে পারেননি।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে প্রাথমিকভাবে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply