Sunday, July 6, 2025
No menu items!
Homeসারাদেশএনবিআর ভাঙার প্রতিবাদে বেনাপোলে পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির

এনবিআর ভাঙার প্রতিবাদে বেনাপোলে পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুটি বিভাগে পুনর্গঠনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কলম বিরতিতে অংশ নিয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে বুধবার (১৫ মে) সকাল থেকে স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি, বন্দর থেকেও বন্ধ রয়েছে সব ধরনের পণ্য খালাস।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, “কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্য একেবারে থেমে গেছে।”

কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন বলেন, “সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা কলম বিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

প্রসঙ্গত, গত ১২ মে রাতে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ—‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ গঠনের অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদে এনবিআরের আওতাধীন কর, শুল্ক ও ভ্যাট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশব্যাপী তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী ১৭ মে থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments