জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত যশোরের যুবক এনামুল হক এনামের (৩০) চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অধ্যাপক নার্গিস বেগম এবং সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে এনামের যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাড়িতে যান। তারা তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এনাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়ে গুরুতর আহত হয়েছেন। তারেক রহমান এ খবর জানার পরই এনামের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছেন। তিনি বার্তা দিয়েছেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পেলে, আন্দোলনে আহত-নিহত পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে।’
এছাড়াও তিনি জানান, তারেক রহমান এনামের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
আহত এনাম বলেন, ‘গত ৪ আগস্ট উত্তরায় আন্দোলনের সময় পুলিশ আমার মাথায় গুলি করলে আমি মারাত্মকভাবে আহত হই। ঢাকায় চিকিৎসা চালানো সম্ভব না হওয়ায় যশোরে ফিরে এসেছি। এখনো চিকিৎসা শেষ হয়নি, আমি হয়তো আর কখনো কর্মক্ষমও হতে পারব না। এই কঠিন সময়ে তারেক রহমান ও বিএনপি পাশে দাঁড়ানোয় আমি কৃতজ্ঞ।’
এ সফরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যশোর জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন জেলা সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply