ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ ও পরামর্শ পাঠাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানোর পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে এখন পর্যন্ত ৯০৯টি ইমেইল এসেছে। এদের মধ্যে প্রাথমিকভাবে পর্যালোচিত ৪০০টি ইমেইলের মধ্যে ১২৮টি অভিযোগ ও পরামর্শকে আমলযোগ্য বিবেচনা করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি—৪৪টি অভিযোগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় সম্পর্কিত, যেটি সরাসরি উপদেষ্টা আসিফ মাহমুদের দায়িত্বাধীন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত অভিযোগ এসেছে ৪টি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ১৯ এপ্রিল আহ্বান জানানোর পর ১১ মে দুপুর ১২:৪৫ পর্যন্ত পাওয়া গেছে এসব ইমেইল। তিনি জানান, এলজিআরডি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। অন্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়গুলোও যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
প্রায় ১৭টি অভিযোগ একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।
উপদেষ্টা জানান, প্রক্রিয়াধীন অন্যান্য ইমেইলগুলোও পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply