বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রোববার (১১ মে) সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীরা এই চেকপোস্ট দিয়ে স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, ছুটির কারণে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম আজ বন্ধ রয়েছে। তবে সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশে ছুটি থাকায় সিঅ্যান্ডএফ কর্মী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। তাই আজ কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হচ্ছে না।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, শুধু রফতানি-পণ্য খালাস শেষে খালি ভারতীয় ট্রাকগুলো আজ ফিরে যেতে পারবে।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ইব্রাহীম আহম্মেদ বলেন, পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।
এই ছুটির প্রভাব সাময়িক এবং সোমবার থেকেই বন্দর কার্যক্রম আগের মতো স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply